Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০২২

কর্মবণ্টন

পদসমূহের দায়িত্ব

দায়িত্বাবলি/কার্যাবলিঃ

 

চেয়ারপার্সনঃ 

কমিশনের মুখ্য নির্বাহী হিসেবে প্রশাসনিক, আর্থিক ও প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সনের ২৩ নং আইন) এ বর্ণিত দায়িত্ব পালন।

 

সদস্যঃ

সংশ্লিষ্ট পরিচালকের কার্যক্রম তদারক ও প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সনের ২৩ নং আইন) এ বর্ণিত দায়িত্বপালন।

পদের নামঃ সচিব

(১)      বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম গ্রহণ ;

(২)      কেন্দ্রীয়ভাবে সকল চিঠিপত্র/দলিলাদি গ্রহণ, বিতরণ এবং রেকর্ড সংরক্ষণ ;

(৩)      কমিশনের পক্ষে চিঠিপত্র স্বাক্ষর করা এবং লাইসেন্স ও বিভিন্ন চুক্তি স্বাক্ষর করা ;

(৪)      সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন ;

(৫)      কমিশনের পক্ষে কোর্টকেইস ও মামলা সংক্রান্ত কার্যক্রম সম্পাদন ;

(৬)      প্রটোকল সংক্রান্ত সকল কাজ সম্পাদন;

(৭)      কমিশনের সভা, শুনানী, গণ-শুনানী, ইত্যাদি অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ ;

(৮)      কমিশন সভায় আলোচিত বিষয়সমূহ এবং গৃহীত সিদ্ধান্তবলি রেকর্ড করা ;

(৯)      কমিশন সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের উদ্ধৃতি/দপ্তর আদেশ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ এবং এর প্রয়োজনীয় বাস্তবায়ন ও (পরবর্তী) সভায় কমিশনকে অবহিত করা ;

(১০)     প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ, পদোন্নতি, প্রেষণ ও শৃঙ্খলাসংক্রান্ত যথাযথ ব্যবস্থা নেয়া ;

(১১)     কমিশনের কর্মকর্তা/কর্মচারীর ব্যক্তিগত নথি সংরক্ষণ ;

(১২)     কর্মকর্তা/কর্মচারীর সকল প্রকার ছুটি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ;

(১৩)    কর্মকর্তা/কর্মচারীগণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংরক্ষণ ও হালনাগাদকরণ ;

(১৪)     কমিশনের যাবতীয় মালামাল/সম্পত্তি সংগ্রহ, সংরক্ষণ এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণ ;

(১৫)     যানবাহন ব্যবস্থাপনা ;

(১৬)    কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ;

(১৭)     সকল প্রকার বিজ্ঞাপন প্রচার ;

(১৮)    সাংগঠনিক কাঠামো (TO&E) প্রণয়ন;

(১৯)     নিয়োগ বিধিমালা প্রণয়ন ও হালনাগদকরণ ;

(২০)    বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ;

(২১)     মধ্যমেয়াদী বাজেট পরিকল্পনা ;

(২২)    গ্রন্থাগার ব্যবস্থাপনা ;

(২৩)    হিসাব রক্ষণ এবং বার্ষিক হিসাব বিবরণী প্রণয়ন ;

(২৪)     জাতীয় সংসদের প্রশ্নের উত্তর প্রদান ;

(২৫)    কর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষণ ;

(২৬)    কমিশনের পাওনা আদায়ের লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ ;

(২৭)     প্রতিযোগিতা কমিশনের তহবিল পরিচালনা ;

(২৮)    কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব  পালন।

 

তদারককারী কর্মকর্তাঃ চেয়ারপার্সন/সদস্য

 

সিস্টেম এ্যানালিস্ট

১।       কমিশনের আইটি সিস্টেম স্থাপন ;

২।       তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার সিস্টেম পরিচালনা করা ;

৩।      অফিসের চাহিদা অনুযায়ী আইটি ও ইলেক্ট্রনিক ডেটা অপারেশন পরিকল্পনা, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করা ;

৪।       ডাটা, ব্যাকআপ সিস্টেম ও তথ্যের নিরাপত্তা বিধান ;

৫।       তথ্য প্রযুক্তি সংক্রান্ত যত্রপাতি সংরক্ষণ ও নিরাপত্তা বিধান ;

৬।      সময়ে সময়ে চাহিদা অনুযায়ী সিস্টেম ডিজাইন, উন্নয়ন ও সংরক্ষণ  ;

৭।       তথ্য প্রযু্ক্তি খাতে পরিবর্তন/উন্নয়ন এর সাথে খাপ খাইয়ে আইটি সিস্টেম হালনাগাদ করা ;

৮।      কমিশনের চাহিদা মোতাবেক হার্ডওয়্যার এবং সফটওয়্যার উন্নয়ন করা ;

৯।       তথ্য প্রযুক্তি সংক্রান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা ;

১০।     কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের দৈনিক কার্যসম্পাদন উপযোগী আইটি সম্পর্কিত প্রশিক্ষণ ;

১১।     আইটি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বিনির্দেশ/স্পেসিফিকেশন প্রণয়ন ও প্রাক্কলন তৈরি ;

১২।     ইন্টারএ্যাকটিভ ডাটাবেজ প্রণয়ন ও সংরক্ষণ ;

১৩।     কর্মী ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও হালনাগাদ উপযোগী সফটওয়্যার প্রণয়ন ;

১৪।     লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার নিশ্চিতকরণ ;

১৫।     আইটি খাতে বার্ষিক ও মধ্য মেয়াদী বাজেট প্রণয়ন ;

১৬।     কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

তদারককারী কর্মকর্তাঃ সচিব

 

হিসাব রক্ষণ কর্মকর্তা

১।       কমিশনের জন্য বাজেট প্রণয়ন/প্রস্তুত ;

২।       একাউন্টস, বার্ষিক হিসাব ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সম্পাদন ;

৩।      কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণ, বেতন বিল প্রস্তুত এবং বেতন বিল সংক্রান্ত হিসাব সংরক্ষণ ;

৪।       স্ট্যাম্প সংগ্রহ, বিতরণ এবং সংরক্ষণ ;

৫।       অডিট আপত্তি নিষ্পত্তি এবং নিরীক্ষা কালীন সময়ে নিরীক্ষা বিষয়ে সহযোগিতা প্রদান করা ;

৬।      চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে হিসাব সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন ;

৭।       কমিশনের একাউন্টস রক্ষণাবেক্ষণ ;

৮।      লেজার বই রেজিস্টার রশিদ এবং অগ্রিম নিবন্ধন সংরক্ষণ ;

৯।       অর্থ/বিল পরিশোধ ; 

১০।     কমিশনের জিপিএফ/সিপিএফ, ক্যল্যাণ তহবিল এবং বিমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা ;

১১।     বাড়ি ভাড়া টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস বিল পরিশোধের বিষয়ে কার্যক্রম পরিচালনা ;

১২।     যথাযথ খাতে বরাদ্দকৃত অর্থের বিধি মোতাবেক ব্যবহার নিশ্চিত করণ ;

১৩।     বেতন ও ভাতাদি হতে বিভিন্ন কর্তন যথাযথ খাতে জমা নিশ্চিতকরণ;

১৪।     কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন ।

তদারককারী কর্মকর্তাঃ সচিব

 

লাইব্রেরিয়ান

(১)      গ্রন্থাগার ব্যবস্থাপনা ;

(২)      কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

 

তদারককারী কর্মকর্তাঃ উপ-পরিচালক (মানব সম্পদ উন্নয়ন)

 

বিভাগ

১।       পরিচালক (ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও গবেষণা)

(১)      দেশে উৎপাদিত, আমদানিকৃত ও রপ্তানি পণ্য সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়ন ;

(২)      সেবাখাতসমূহের {পরিবহণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), নির্মাণ, পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন, হোটেল/রেস্টুরেন্ট, স্বাস্থ্য সেবা, জনশক্তি, রপ্তানি, হজ্জ্ব সার্ভিস, পর্যটন, ইত্যাদি} বিষয়ে গবেষণা পরিচালনা ;

(৩)      পণ্যভিত্তিক ষড়যন্ত্রমূলক যোগসাজস (Collusion), মনোপলি (Monopoly), ওলিগপলি (Oligopoly), কার্টেল (Cartel)  ও জোটবদ্ধতা (Combination) বিষয়ে পর্যালোচনা/বিশ্লেষণ ;

(৪)      অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ ;

(৫)      দেশী-বিদেশী বিনিয়োগ পর্যালোচনা ;

(৬)     পণ্য ভিত্তিক বাজার পর্যালোচনা ;

(৭)      কর্তৃত্বময় (Dominant) অবস্থান পর্যালোচনা ;

(৮)     জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বাজার অর্থনীতির গতি প্রকৃতি পর্যালোচনা ;

(৯)      বিভিন্ন প্রকার অর্থনৈতিক মডেল তৈরি/প্রণয়ন ;

(১০)    প্রতিযোগিতা বিরোধী কোন চুক্তি বা কর্মকান্ড বিষয়ে গবেষণা।

(১১)    কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

 

তদারককারী কর্মকর্তাঃ সদস্য

 

২।       পরিচালক (এ্যাডভোকেসি, পলিসি ও আন্তর্জাতিক সম্পর্ক)

(১)      প্রতিযোগিতা আইন, ২০১২ এর সুষ্ঠু বাস্তবায়নে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা;

(২)      প্রতিযোগিতা আইন, ২০১২ সম্পর্কে ব্যবসায়ীসহ জনগণকে সচেতনতা করার লক্ষ্যে বহুমুখি প্রচার কর্যক্রম গ্রহণ;

(৩)     প্রতিযোগিতাকে উৎসাহিত করা ও বজায় রাখার লক্ষ্যে সভা/সেমিনার, কর্মশালা, অবহিতকরণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ;

(৪)      ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিতকরণ ;

(৫)      ভোক্তাকে পণ্য বা সেবার বিষয়ে পূর্বের কারিগরি বা বৈজ্ঞানিক ধারণার উন্নয়নকে সীমিত বা বাধাগ্রস্থ করার বিষয়ে পর্যবেক্ষণ;

(৬)     সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এবং অনুরূপ অন্যবিধ ব্যবস্থার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশ ও প্রচার ;

(৭)      সমাজের বিভিন্ন শ্রেণির লোকজনের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কিত সার্বিক বিষয়ে প্রচার এবং প্রকাশনার মাধ্যমে ও অন্যান্য উপায়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা;

(৮)     বুলেটিন/জার্নাল প্রকাশ;

(৯)      বিশ্বের সর্বোত্তম পদ্ধতি অনুসরণপূর্বক কমিশনের জন্য এ্যাডভোকেসি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;

(১০)    আন্তর্জাতিক এ্যাডভোকেসি গ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশনকে সহায়তা প্রদান ;

(১১)    সরকারের আমদানী/রপ্তানী নীতি, শিল্পনীতিসহ ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতি প্রণয়ণের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে অন্তর্ভুক্তির জন্য সরকারকে সহায়তা প্রদান ;

(১২)    ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতিমালাসমূহের প্রতিযোগিতা বিরোধী কোন ধারা/উপধারা আছে কিনা তা পর্যালোচনা ;

(১৩)    আন্তর্জাতিকভাবে সর্ব্বোত্তম অনুশীলন এর আলোকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রণীত নীতিমালা সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে মতামত প্রদান ;

(১৪)    প্রতিযোগিতা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ ;

(১৫)    প্রতিযোগিতা সংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং বিভিন্ন দেশের প্রতিযোগিতা কমিশনের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও সম্পাদন ;

(১৬)    বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অভিমত উপস্থাপনের লক্ষ্যে কান্ট্রি পেপার প্রস্তুতকরণ ;

(১৭)    বিশ্বের সর্বোত্তম অনুশীলনের আলোকে কমিশনের জন্য নীতিমালা প্রণয়ন ;

(১৮)    আন্তর্জাতিক পর্যায়ের সভা/সেমিনার/কর্মশালা আয়োজন ;

(১৯)    আন্তর্জাতিক পর্যায়ের সভা/সেমিনার/কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রতিনিধি/কর্মকর্তা মনোনয়ন ;

(২০)    কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন। 

 

তদারককারী কর্মকর্তাঃ সদস্য

 

৩।       পরিচালক (অনুসন্ধান ও তদন্ত)

(১)      অভিযোগ তদন্ত/অনুসন্ধান করার লক্ষ্যে বিধিমালা/নীতিমালা প্রণয়ন ;

(২)      পণ্য বা সেবার কৃত্রিমভাবে হ্রাসকৃত মূল্যে (Predatory price) বিক্রয়ের বিষয়ে ব্যবস্থা গ্রহণ ;

(৩)     ষড়যন্ত্রমূলক যোগসাজস (Collusion), মনোপলি (Monopoly), ওলিগপলি (Oligopoly), কার্টেল (Cartel) ও জোটবদ্ধতা (Combination) বিষয়ে তদন্ত ;

(৪)      লেনিয়েন্সি (Leniency) ;

(৫)      প্রাপ্ত অভিযোগের তদন্ত/অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিল ;

(৬)     জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে কোন চুক্তি ও দরপত্র জালিয়াতি বিষয়ে তদন্ত ;

(৭)      মেধাস্বত্ত (Intellectul property) লঙ্ঘনের বিষয়ে তদন্ত ;

(৮)     প্রতিযোগিতা আইনে উল্লিখিত অপরাধের তদন্ত পরিচালনা এবং উহার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা;

(৯)      স্বপ্রণোদিত ও প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তিকল্পে কমিশনকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ;

(১০)    জোটবদ্ধতা এবং জোটবদ্ধতা সংশ্লিষ্ট বিষয়াদি, জোটবদ্ধতার জন্য তদন্ত সম্পাদন ;

(১১)    মামলায় প্রসিকিউশনের দায়িত্ব পালন ;

(১২)    মামলার রেকর্ড সংরক্ষণ ;

(১৩)    ইন্টেলিজেন্স সার্ভিস ;

(১৪)    জোটবদ্ধতা (Combination) সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি কমিশনে উপস্থাপন ;

(১৫)    কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

 

তদারককারী কর্মকর্তাঃ সদস্য

 

৪।       পরিচালক (আইন ও বাস্তবায়ন)

(১)      কমিশনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন প্রকার বিধিমালা, প্রবিধানমালা প্রণয়ন ও হালনাগাদকরণ;

(২)      আইনগত বিষয়ে মতামত প্রদান ;

(৩)     আইন উপদেষ্টা নিয়োগ ;

(৪)      বিনিয়োগকারীর বাজারে প্রবেশ (Entry) ও বের হওয়া (Exit) সংক্রান্ত বাধা দূর করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ ;

(৫)      প্রতিযোগিতা বিরোধী চুক্তি পর্যালোচনা ;

(৬)     বহির্বাজারে ষড়যন্ত্রমূলক জোগসাজস বা কার্টেল এর ফলে দেশে এর প্রভাব পর্যালোচনা/পর্যবেক্ষণ ;

(৭)      সরকারের/কমিশনের পক্ষে মামলা পরিচালনা, জবাব দাখিল, মামলার হালনাগাদ তথ্য সংরক্ষণ ;

(৮)     যে কোন মামলা সংক্রান্ত রায়ের পর নথি সংরক্ষণ ;

(৯)      প্রতিযোগিতা বিরোধী চুক্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ ;

(১০)    সার্টিফাইড কপি ইস্যু ;

(১১)    ফিস, চার্জ বা অন্য কোন খরচ করা ;

(১২)    ফৌজদারি আদালতে মামলা দায়ের ও কার্যক্রম অনুসরণ ;

(১৩)    কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

 

তদারককারী কর্মকর্তাঃ সদস্য


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon