জনাব সালমা আখতার জাহান
সদস্য
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
জনাব সালমা আখতার জাহান ০১ আগষ্ট ১৯৬১ সালে রাজশাহী শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন । সরকারের মেধাবী এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন । তিনি ১৫ ফেব্রুয়ারী ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন । দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি মাঠপর্যায় এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
চাকরিজীবনের শুরুর দিকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ কাজের তদারকি ও তত্ত্বাবধানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন । এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দেন । তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন । এসকল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে সদস্য পদে ০৮ নভেম্বর ২০২২ তারিখ হতে কর্মরত আছেন।
ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী।