বাজারে আপনার এলাকায় বা অন্য কোন স্থানে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম , একচেটিয়া ব্যবসা, যোগসাজশ ইত্যাদি পরিলক্ষিত হলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে মামলার বিধি রয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (অনুসন্ধান, তদন্ত, পুনর্বিবেচনা ও আপিল) প্রবিধানমালা, ২০২২ অনুযায়ী নিম্নোক্ত ফরম-১ ও ফরম-২ অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগ দায়ের ফি ব্যক্তি হলে ২০০০ টাকা বা ১০০ ডলার , বেসরকারি প্রতিষ্ঠান বা ভোক্তা সমিতি বা সমবায় সমিতি বা ট্রাষ্ট হলে ৩০০০ টাকা বা ২০০ ডলার এবং ফার্ম বা কোম্পানি হলে পূর্ববর্তী বৎসরের টার্নওভারের ওপর ভিত্তি করে ২০০০০ থেকে ১২০০০০ পর্যন্ত যা নিম্ন প্রদত্ত প্রবিধানে বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিষয় | ডাউনলোড |
ফরম -০১ (ব্যক্তি কর্তৃক লিখিত অভিযোগ দায়ের) | দেখুন |
ফরম-০২ (প্রতিষ্ঠান কর্তৃক লিখিত অভিযোগ দায়ের) | দেখুন |
অভিযোগ দায়ের, পুনর্বিবেচনা এবং আপিলের ক্ষেত্রে ফি | দেখুন |