০১। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ১৭ ডিসেম্বর, ২০১২ তারিখে গেজেট বিজ্ঞপ্তি (এস.আর.ও. নং ৪০৮-আইন/২০১২) এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
২০১৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইন মোতাবেক কার্যক্রম শুরু করে।
০২। কোন আইনের আওতায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠা করা হয় ?
প্রতিযোগিতা আইন, ২০১২ ( ২০১২ সালের ২৩ নং আইন) এর ধারা ৫ অনুসারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়।
০৩। প্রতিযোগিতা আইন, ২০১২ কত তারিখে মহান জাতীয় সংসদে পাশ হয় ?
প্রতিযোগিতা আইন, ২০১২ (২০১২ সালের ২৩ নং আইন) ১৭ জুন, ২০১২ তারিখে মহান জাতীয় সংসদে পাশ হয়।
০৪। প্রতিযোগিতা আইন, ২০১২ এর অধীনে কয়টি বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং এগুলো কি কি ?
প্রতিযোগিতা আইন, ২০১২ এর অধীনে দুই (২) টি বিধিমালা প্রণয়ন করা হয়েছে ; যথা:
(ক) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (চেয়ারপার্সন ও সদস্য) নিয়োগ বিধিমালা, ২০১৫ ;
(খ) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ ।
০৫। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব কি?
(ক) প্রতিযোগিতা বিরোধী অনুশীলন সমূহ নির্মূল করা, প্রতিযোগিতাকে উৎসাহিত করা এবং ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করা;
(খ) অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিতভাবে প্রতিযোগিতা বিরোধী সকল বিষয় সম্পর্কে তদন্ত করা;
(গ) প্রতিযোগিতা বিরোধী অপরাধের তদন্ত পরিচালনা এবং তার ভিত্তিতে মামলা দায়ের ও পরিচালনা করা;
(ঘ) প্রতিযোগিতা সংক্রান্ত প্রশাসনিক নির্দেশনা প্রণয়ন ও উহা বাস্তবায়নে সরকারকে পরামর্শ প্রদান করা;
(ঙ) প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য মানদণ্ড নির্ধারণ করা;
(চ) প্রতিযোগিতা সম্পর্কিত বিষয়ে প্রচার এবং জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা;
(ছ) প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা এবং গবেষণার ফলাফল প্রকাশ ও প্রচার করা এবং এলক্ষ্যে বাস্তবায়ন করার জন্য সরকার বরাবর সুপারিশ করা;
(জ) ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে গৃহিত ব্যবস্থাদি পর্যালোচনা করা;
(ঝ) Code of Civil Procedure,1908 এর অধীনে ০১ টি দেওয়ানি আদালত যে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, যথা: হাজির হওয়ার নোটিশ জারি, কোন দলিল উদঘাটন ও উপস্থাপন করা, তথ্য যাচাই ও পরিদর্শন করা, প্রয়োজনীয় কাগজপত্রাদি তলব করা, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা ইত্যাদি।
০৬। প্রতিযোগিতা আইন, ২০১২ এর মাধ্যমে কোন অধ্যাদেশ রহিত করা হয়েছে ?
প্রতিযোগিতা আইন, ২০১২ প্রণয়নের প্রেক্ষিতে উক্ত আইনের ৪৬ ধারা মোতাবেক “Monopolies and Restrictive Trade Practices (Control and Prevention) Ordinance,1970 (Ord. V of 1970)” রহিত করা হয়।
০৭। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর গঠন কী রুপ ?
কমিশন এক (১) জন চেয়ারপার্সন এবং অনধিক চার (৪) জন সদস্য সমন্বয়ে গঠিত ।
০৮। কমিশনের সভা কতদিন পর পর হয়ে থাকে ?
প্রতি ৪ মাসে কমিশনের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। বিশেষ প্রয়োজনে জরুরি সভা আহবান করা যায়।
০৯। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কী জাতীয় সংস্থা ?
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি বিচারিক ক্ষমতাসম্পন্ন সংবিধিবদ্ধ সংস্থা।
১০। প্রতিযোগিতা আইন,২০১২ কত তারিখে সর্বসাধারনের অবগতির জন্য প্রকাশ করা হয় ?
২০১২ সালের ২১ জুন তারিখে প্রতিযোগিতা আইন,২০১২ সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়।