২০২৩ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পেঁয়াজের দাম হঠাৎ অস্বভাবিকহারে বৃদ্ধি পেতে আরম্ভ করে। এ বিষয়ে জাতীয় দৈনিকগুলোতে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। পেঁয়াজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন পেঁয়াজের বাজার সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেপ্রেক্ষিতে গত ১২/১২/২০২৩ তারিখ চট্রগ্রাম মহানগরীর খাতুনগঞ্জ পেঁয়াজের বাজার পরিদর্শন এবং এ বাজার সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য কমিশনের সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান ও সহকারী পরিচালক জনাব মোঃ সাজেদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্তৃক গত ১৩/১২/২০২৩ তারিখে চট্রগ্রামের খাতুনগঞ্জ পেঁয়াজের বাজার পরিদর্শন, স্থানীয় ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা, চট্রগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের সাথে সংশ্লিষ্ট বাজার সম্পর্কে সভা এবং চট্রগ্রাম চেম্বার অব কমার্সের সাথে মতবিনিময়সহ বিবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার পরিদর্শনকালে পেঁয়াজের মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি, আমদানিকারক এবং আড়তদার কর্তৃক পেঁয়াজের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে কিনা তা যাচাই করা হয়।