১৮.০৪.২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এপ্রিল ২০২৩ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় কমিশনের কর্মকর্তা/কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ বিধিমালা, কমিশনের বিদ্যমান অর্গ্রানোগ্রাম পুর্নগঠন, জনগুরুত্বপূর্ণ মামলায় সরকার পক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ, আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে কমিশন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, “Strengthening of Bangladesh Competition Commission” শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের টিএপিপি সংশোধন ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিন্ধান্ত গ্রহণ করা হয় । আলোচনায় অংশ নিয়ে কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে যাতায়াতের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহবান জানান । পরিশেষে সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন ।