Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২৩

দেশবন্ধু পলিমার লিঃ এবং দেশবন্ধু সুগার মিলস্ লিঃ, দেশবন্ধু ফুড এ্যান্ড বেভারেজ লিঃ ও দেশবন্ধু প্যাকেজিং লিঃ এর জোটবদ্ধতা বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-12-20

দেশবন্ধু পলিমার লিঃ এবং দেশবন্ধু সুগার মিলস লিঃ, দেশবন্ধু ফুড এ্যান্ড বেভারেজ লিঃ ও দেশবন্ধু প্যাকেজিং লিঃ এর জোটবদ্ধতা বিষয়ে প্রতিযোগিতা আইন, ২০১২ এর আলোকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে ২০/১২/২০২৩ তারিখে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিশনের সম্মানিত সদস্যমন্ডলী, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা ও এমডি এবং কমিশনের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সভাপতি মহোদয় সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন এবং প্রতিযোগিতা আইন, ২০১২ এর ২১ ধারার বিধান সম্পর্কে সভাকে অবহিত করেন। তিনি দেশবন্ধু পলিমার লিঃ এবং দেশবন্ধু সুগার মিলস লিঃ, দেশবন্ধু ফুড এ্যান্ড বেভারেজ লিঃ ও দেশবন্ধু প্যাকেজিং লিঃ এর জোটবদ্ধতা বিষয়ে উক্ত ২১ ধারার আলোকে বক্তব্য প্রদানের জন্য আহবান জানালে দেশবন্ধু গ্রুপের এমডি জনাব গোলাম রহমান সভায় লিখিত বক্তব্য পেশ করেন।

দেশবন্ধু গ্রুপের লিখিত বক্তব্যে বলা হয়েছে, তাদের প্রস্তাবিত মার্জার স্কিমের আওতায় প্রতিটি কোম্পানি নিজ নিজ প্রাতিষ্ঠানিক অস্তিত্ব ও সক্রিয়তা বজায় রেখে ব্যবসা পরিচালনা করবে। দেশবন্ধু পলিমার লিমিটেড এর ব্যবসা সম্প্রসারণে মূলধনী সহায়তা বাড়ানোর লক্ষ্যে অন্য ০৩টি কোম্পানির উদ্যোক্তাগণের শেয়ারের মালিকানা পুনর্গঠন করা হবে। উক্ত প্রস্তাবিত মূলধন পুনর্গঠন কোনভাবেই Business Combination নয় এবং কোন মতেই দেশের কোন পণ্য বা সেবা খাতের প্রতিযোগিতাকে প্রভাবিত করবে না।