UNCTAD Voluntary peer review on the Competition Act, 2012 এর ফ্যাক্টস ফাইন্ডিং এর অংশ হিসেবে ০১ র্মাচ ২০২২ খ্রিঃ রোজ- মঙ্গলবার UNCTAD কর্তৃক নিযুক্ত ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট Ms Leni Papa এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্য Ms Elizabeth এর সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় । সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারর্পাসন জনাব মোঃ মফিজুল ইসলাম, বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম এবং কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
তারিখ |
দপ্তর /সংস্থা |
২ মার্চ ২০২২ |
শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় |
৩ মার্চ ২০২২ |
অর্থ মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজনেজ প্রোমোশন কাউন্সিল, জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় |
৬ মার্চ ২০২২ |
অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মো: আজহার উদ্দিন ভূঁইয়া, প্রভাষক, BUP সহ অন্যান্য শিক্ষাবিদ, অন্যান্য বিজনেস চেম্বারস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং |
৭ মার্চ ২০২২ |
ন্যাশনাল এসএমই ডেভেলপমেন্ট কাউন্সিল/ ন্যাশনাল এসএমই টাস্কফোর্স, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এসএমই ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, স্টার্ট আপ বাংলাদেশ । |
৮ মার্চ ২০২২ |
বাংলাদেশ সিকিউরিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন, বিটিআরসি, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি । |
৯মার্চ ২০২২ |
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, বাংলাদেশ ব্যাংক- এসএমই ডিপার্টমেন্ট, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয় । |