Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০২২

সরকারি বিভাগের ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়নীতি যথাযথভাবে প্রতিপালনসহ মুক্ত প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কমিশন সভার সিদ্ধান্তের আলোকে ১২.১২.২০২২ তারিখে সংশ্লিষ্ট পক্ষগণের শুনানী অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2022-12-12

সরকারি বিভাগের ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়নীতি যথাযথভাবে প্রতিপালনসহ মুক্ত প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কমিশন সভার সিদ্ধান্তের আলোকে ১২.১২.২০২২ তারিখে সংশ্লিষ্ট পক্ষগণের শুনানী অনুষ্ঠিত হয়। কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত শুনানীতে কমিশনের চেয়ারপার্সন এবং ০৩ জন সদস্য এবং অন্যান্য সহায়ক কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন । শুনানীতে আবেদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স এ্যান্ড হোম এ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টস এসোসিয়েশন (বিইইএমইএ), গণপূর্ত অধিদপ্তর এবং সিপিটিইউর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । শুনানীকালে জানা যায় যে, আবেদনে গণপূর্ত অধিদপ্তরের ২০১৮ সালের রেট সিডিউল বিষয়ে উল্লেখ ছিল । গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি শুনানীতে জানিয়েছেন জুন ২০২২ সালে গণপূর্ত অধিদপ্তরের সর্বশেষ রেট সিডিউল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে । ফলে ২০১৮ সালের রেট সিডিউলের আপত্তির বিষয়ে এ পর্যায়ে কিছু করার নেই । উক্তরুপ শুনানীর মাধ্যমে বিবেচ্য আবেদনটি নিষ্পত্তি করা হয়।