সম্প্রতি দেশে নির্মাণ কাজের গুরুত্বপূর্ণ উপাদান ‘সিমেন্ট’ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক সিমেন্টের বাজার বিষয়ে সমীক্ষা কাজ সম্পাদন করার জন্য কমিশন উদ্যোগ গ্রহণ করে এবং ০৩ সদস্য বিশিষ্ট সমীক্ষা দল গঠন করে । কমিশনের সদস্য জনাব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চেয়ারপার্সন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন । এছাড়াও কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান, জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করেন জনাব নাঈমুর রহমান , সহকারী পরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ।
কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত থেকে খসড়া প্রতিবেদনের ওপর তাঁদের মূল্যবান মতামত ও দিক নির্দেশনা প্রদান করেন ।