Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং টিম কর্তৃক কারওয়ান বাজার পরিদর্শন


প্রকাশন তারিখ : 2024-09-02

গত ০১/০৯/২০২৪  তারিখ রোজ রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং টিম কর্তৃক কারওয়ান বাজার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে মনিটরিং টিম বিভিন্ন পর্যায়ের খুচরা ও পাইকারী ব্যবসায়ী এবং কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতি, কিচেন মার্কেট কারওয়ান বাজার এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে। মনিটরিং টিম প্রতিযোগিতা আইন, ২০১২ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন এবং প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে অভিযোগ ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। মনিটরিং টিম বাজারে নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহের ক্ষেত্রে বাধাগ্রস্থ হলে বা কোন পর্যায়ে ষড়যন্ত্রমূলক যোগসাজস পরিলক্ষিত হলে কমিশনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে বাজার স্থিতিশীল রাখার স্বার্থে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ।