বিগত ৩০ মে ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি (Health Economics) বিভাগের উদ্যোগে প্রতিযোগিতা আইন, ২০১২ বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান । স্বাস্থ্য অর্থনীতি (Health Economics) বিভাগের পরিচালক প্রফেসর ড. শারমিন মবিন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক জনাব খালেদ আবু নাসের । মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি (Health Economics) বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজানা করিম, প্রফেসর ড. সৈয়দ আব্দুল হামিদ, প্রফেসর নাহিদ আক্তার জাহান, প্রফেসর ড. নাসরিন সুলতানা প্রমুখ । মতবিনিময় সভায় স্বাস্থ্য খাতে সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশের গুরুত্ব, ঔষধ শিল্পে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে করণীয় এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাথে স্বাস্থ্য অর্থনীতি (Health Economics) বিভাগের সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।