Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ এপ্রিল ২০২২

ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান দলের অনুসন্ধান অভিযান


প্রকাশন তারিখ : 2022-04-03

বাজারে ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান দল ভোজ্য তেলের বাজারে প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ডের অস্থিত্ব অনুসন্ধানে  আজ ০৩ এপ্রিল,২০২২খ্রি: রোজ রবিবার পানগাঁও, কোন্ডা, দক্ষিণ কেরানীগঞ্জস্থ  বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন অয়েল শোধনাগারে অভিযান পরিচালনা করে ।  অভিযানকালে অনুসন্ধান দল অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি, উৎপাদন, সরবরাহ চেইন, বর্তমান স্থিতি এবং ডেলিভারি অর্ডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এ সময় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন অয়েল শোধনাগার কর্তৃপক্ষ  তাদের মাসিক উৎপাদন ক্ষমতা ১৫-১৬ হাজার টন মর্মে অনুসন্ধান দলকে অবহিত করেন । এছাড়াও তারা জানায় যে, আমদানি ও উৎপাদনের প্রেক্ষিতে তাদের ভোজ্য তেল সরবরাহে কোন ঘাটতি হবে না।