২০ ডিসেম্বর, ২০২৩ তারিখ রোজ বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে ‘অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া, কারখানা/গুদাম পরিদর্শন এবং স্মার্ট প্রতিবেদন দাখিল’ বিষয়ের ওপর অর্ধ দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষনে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সদস্য জনাব সালমা আখতার জাহান, জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান এবং সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে জনাব মোঃ আতিকুজ্জামান (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা, রিসোর্সপার্সন হিসেবে ‘অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া, কারখানা/গুদাম পরিদর্শন এবং স্মার্ট প্রতিবেদন দাখিল’ বিষয়ের ওপর বিশদ বক্তব্য উপস্থাপন করেন । প্রশিক্ষনে তদন্তের পটভূমি, তদন্তের সংঙ্গা, অনুসন্ধান এর সংঙ্গা, তদন্তের উদ্দেশ্য, তদন্তকারী অফিসারের বৈশিষ্ট্য , তদন্তের বিষয়বস্তু, তদন্তের প্রকারভেদ, তদন্তের অবরোহী পদ্ধতি, তদন্ত প্রক্রিয়া, তদন্তের ফ্লো- চার্ট, তদন্তকালীন কর্তব্য প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করা হয় । ‘অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া, কারখানা/গুদাম পরিদর্শন এবং স্মার্ট প্রতিবেদন দাখিল’ বিষয়ে বাংলাদেশ পুলিশের সহায়তায় আরো প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে কমিশনের চেয়ারপার্সন মহোদয় প্রশিক্ষণার্থীবৃন্দকে অবহিত করেন।