Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০২৩

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং সেল কর্তৃক ১৮-০৩-২০২৩ তারিখে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার পরিদর্শন প্রতিবেদন


প্রকাশন তারিখ : 2023-03-19

সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মধ্যে বাজারে প্রতিযোগিতা সম্পর্কিত সার্বিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ প্রতিযোগিতা বিরোধী কোনো চুক্তি বা কর্মকাণ্ড বিষয়ে গবেষণা এবং অনুরূপ অন্যবিধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিগত ১৮ মার্চ ২০২৩ তারিখ শ‌নিবার আসন্ন পবিত্র রমজানকে সাম‌নে রে‌খে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক “বাজার মনিটরিং সেল” রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন করেন। সেলের সদস্যগণ কারওয়ান বাজার এর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি ও কিচেন মার্কেট মালিক সমিতির সাথে  বাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বৈঠকে বাজার পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন। বাজার মনিটরিং সেল এর সদস্যবৃন্দ বাজার সমিতির সাথে যুক্ত ব্যবসায়ী প্রতিনিধিগণকে  প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য যেকোনো প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডের তথ্য কমিশনকে অবহিত করার জন্য ব্যবসায়ীগণের সহযোগিতা কামনা করা হয় ও এতদসংক্রান্ত নির্ধারিত অভিযোগ দায়ের ফরম এবং কমিশনের অন্যান্য প্রচারপত্র সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিলি করা হয়। ব্যবসায়ী সমিতির সদস্যগণ জানান যে,  কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কম বেশি ২২ টি সমিতি রয়েছে। বিদ্যমান সমিতিসমূহের নাম, রেজিষ্টার নম্বর, সমিতির সাথে যোগাযোগের মাধ্যম ইত্যাদি তথ্য কমিশনকে সরবরাহ করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়। মনিটরিং সেল এর সদস্যগণ উপস্থিত ব্যবসায়ীবৃন্দকে জানান যে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কারণ এর মাধ্যমে প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সম্পর্কে সাধারণ মানুষের সাথে আরো বেশি সচেতনতা গড়ে ওঠবে এবং বাজারে সু্ষ্ঠু প্রতিযোগিতা গড়ে ওঠার মাধ্যমে ভোক্তা সম্প্রদায়ের কল্যাণ হবে।

 

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বাজার মনিটরিং সেল কর্তৃক ১৮-০৩-২০২৩ তারিখে রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন