প্রতিযোগিতা আইন, ২০১২ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে বাজার সম্পর্কিত বিষয়ে গত ০৫/০২/২০২৩ তারিখ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন । উক্ত সভায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসার উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিভিন্ন ধারা এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয় । এছাড়াও প্রধাণ অতিথি রাজশাহী সাহেব বাজার ও বিনোদপুর বাজার পরিদর্শন করেন । পরিদর্শনকালে তিনি বাজারের পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যের মূল্য, সরবরাহ, বাজারের পরিবেশ প্রতিযোগিতাপূর্ণ রয়েছে কিনা তা লক্ষ্য করেন। এ সময় বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।