আজ ০৯/০৬/২০২১ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় জুম প্লাটফর্মে বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম কর্তৃক আয়োজিত “Competition Law Regime in Bangladesh” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারের মডারেটর ছিলেন বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ এবং ওয়েবিনারের সম্মানিত চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম।
ওয়েবিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির, সিনিয়র পার্টনার, সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড এসোসিয়েটস ও সভাপতি, মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; ড. এ. কে. এনামুল হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়; জনাব এ. কে. এম. ফাহিম মাশরুর, সিইও এন্ড ফাউন্ডার, বিডিজবস.কম, জনাব মনোজ কুমার চৌধুরী, পার্টনার হেড অব কম্পিটিশন ল প্র্যাকটিস গ্রুপ, খাইতান এন্ড কোং এলএলপি, ভারত; জনাব আসলাম হায়াত, পার্টনার, হায়াত এন্ড নুরওয়ালা, পাকিস্তান; এবং জনাব ইভান উইলিয়ামস, অ্যাটর্নি অ্যাডভাইজার ফর এশিয়া, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস।