গত ১২-১৩ অক্টোবর ২০২৩ তারিখে ভারতের রাজধানী নয়াদিল্লীতে 8th BRICS International Competition Conference অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান কম্পিটিশন কমিশনের চেয়ারপার্সনের আমন্ত্রণক্রমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করেন। কনফারেন্সে "Constitutional foundations for the development of competition in Russia and abroad","Combating cartels: priorities and future outlook","Features of antimonopoly control over mergers and acquisitions in era of economic transformation" বিষয়ে প্যানেল ডিসকাশন হয়। কনফারেন্স চলাকালীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন ও ইন্ডিয়ান কম্পিটিশন কমিশনের চেয়ারপার্সনের মধ্যে একটি সৌহাদ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক মতবিনিময় সভা হয় এবং উভয় দেশের মধ্যে কম্পিটিশন এ্যাক্ট বাস্তবায়ন বিষয়ে একটি এম ও ইউ (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐক্যমত প্রকাশ করা হয়।