অদ্য ২৭ জুন ২০২২ খ্রিঃ (সোমবার) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত “পেঁয়াজ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা মূল্যায়ন প্রতিবেদন” শীর্ষক সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের ভ্যালিডেশন সেমিনার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম । সেমিনারে সভাপতিত্ব করেন কমিশনের বিজ্ঞ সদস্য জনাব নাসরিন বেগম । এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্য জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এফ এম মনজুর কাদির, কমিশনের উপদেষ্টা জনাব খালেদ আবু নাছের, জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব জুবাইর হোসেন বাবলু, যুগ্মসচিব, কৃষি মন্ত্রণালয়, জনাব ওমর মোঃ ইমরুল মহসিন, পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, ড. সৈয়দ মোঃ রফিকুল আমিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব কাজী আব্দুল হান্নান, সম্পাদক, ভোক্তা কণ্ঠ, ক্যাব, জনাব হাজী মোঃ মাজেদ , সহসভাপতি, শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ বণিক সমিতি, জনাব মোনালিসা পারভীন, সহকারী কার্যনির্বাহী, টি.সি.বি, জনাব আবু বকর সিদ্দিক, ম্যানেজার, হাফিজ কর্পোরেশন এবং কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
পেঁয়াজ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা সংক্রান্ত সার্বিক বিষয়ে সেমিনারে পর্যালোচনা করা হয়। সেমিনারে বাংলাদেশের পেঁয়াজ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা সংক্রান্ত চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন কমিশন কতৃর্ক পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে গঠিত সমীক্ষা দল-০৬ এর আহবায়ক ও কমিশনের উপপরিচালক জনাব মোঃ জসিম উদদীন এবং সমীক্ষা দল-০৬ এর সদস্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব শেখ রুবেল।