Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৩

অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম বিষয়ে প্রতিযোগিতা কমিশনে ইন-হাউজ প্রশিক্ষণ আয়োজন


প্রকাশন তারিখ : 2023-12-18

১৮ ডিসেম্বর, ২০২৩ তারিখ রোজ সোমবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম বিষয়ের ওপর অর্ধ দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষনে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সদস্য জনাব সালমা আখতার জাহান, জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান এবং সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে জনাব মোঃ মেহেদি হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় রিসোর্সপার্সন হিসেবে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম বিষয়ের ওপর বিশদ বক্তব্য উপস্থাপন করেন । অনুসন্ধান ও তদন্ত কৌশল, তথ্যের উৎস ও ধরন, সংগ্রহ পদ্ধতি, সাক্ষাৎকার ও জবানবন্দি পদ্ধতি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ, বিশেষজ্ঞদের সহযোগিতা, নজরদারি, নথি পরীক্ষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদেরকে আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আরো প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে কমিশনের চেয়ারপার্সন মহোদয় প্রশিক্ষণার্থীবৃন্দকে অবহিত করেন।