Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০২৩

‘ACI to sell entire stake in Tetley’ শিরোনামে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ওপর শুনানী গ্রহণ সংক্রান্ত।


প্রকাশন তারিখ : 2022-12-27

ACI to sell entire stake in Tetley’ শিরোনামে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে গত ২৯-১১-২০২২ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ১২/২০২২ নং সভায় আলোচনা হয় এবং ১৫-১২-২০২২ তারিখে সংশ্লিষ্ট পক্ষগণের শুনানী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সিদ্ধান্ত মোতাবেক নোটিশ জারির মাধ্যমে ১৫-১২-২০২২ তারিখে সংশ্লিষ্ট পক্ষগণের শুনানী গ্রহণ করা হয়। শুনানীকালে Amicable Agreement  এর খসড়া কপি, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট এর কপিসহ প্রতিযোগিতা আইন, ২০১২ এর আলোকে বক্তব্য উপস্থাপন করার জন্য পক্ষগণকে অনুরোধ জানানো হয়। পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয় ২৭-১২-২০২২ তারিখ। সংশ্লিষ্ট পক্ষগণ ২৬-১২-২০২২ তারিখে সংশ্লিষ্ট কাগজপত্র এবং তাদের লিখিত বক্তব্য দাখিল করেন। লিখিত বক্তব্য এবং শুনানীতে পক্ষগণ উল্লেখ করেন  Amicable Agreement ভিত্তিতে ACI  লিমিটেড  তাদের শেয়ার টাটা গ্রুপ লিমিটেডের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে প্রতিযোগিতা আইন, ২০১২ এর কোন ধারা লঙ্ঘন করা  হয়নি এবং এর মাধ্যমে প্রতিযোগিতা আরো উৎসাহিত হবে বলে তারা উল্লেখ করেন। শুনানীতে উপস্থিত পক্ষবৃন্দ জানান যে, কোম্পানিস এ্যাক্ট ১৯৯৪ মোতাবেক এ জাতীয় হস্তান্তর প্রক্রিয়ায় জন্য কোন কোর্ট প্রসিডিওরের প্রয়োজন হয় না। কোম্পানিস এ্যাক্টের সংশ্লিষ্ট ধারার আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পক্ষ হতে পক্ষগণকে অনুরোধ জানানো হয়। উপস্থিত পক্ষগণ শুনানীতে অঙ্গীকার করে জানান যে, তারা বিবেচ্য  Amicable Agreement  এর বিষয়ে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এর অনুমোদন গ্রহণ করবেন। উক্ত অনুমোদন সংক্রান্ত সার্টিফাইড কপি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে সরবরার করার জন্য পক্ষগণকে অনুরোধ জানানো হয়। উক্ত সার্টিফাইড কপি প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তিকৃত বলে গণ্য হবে মর্মে শুনানীতে সিদ্ধান্ত প্রদান করা হয়।