আজ ০৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ রোজ- বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত ‘‘UNCTAD Initiatives For Competition Legal Framework Development’’ শীর্ষক প্রশিক্ষণ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ । সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা বজায় রাখা এবং এলডিসি হতে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন । এছাড়াও তিনি কমিশনের দক্ষতা বৃদ্ধির প্রেক্ষিতে UNCTAD এর পদক্ষেপ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।