১৪/০২/২০২৩ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আউটসোর্সিং কর্মচারীদের ‘কম্পিউটারের প্রাথমিক জ্ঞান’ এর ওপর অর্ধ-দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে প্রতিযোগিতা কমিশনের সকল পর্যায়ের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপপরিচালক জনাব র.হ.ম. আলাওল কবির রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান, হার্ডওয়্যার-সফটওয়্যার ইন্সটলেশন, ইনপুট-আউটপুট ডিভাইস, এদের কার্যাবলী এবং ট্রাবলশুটিংসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন । এ সময় তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা কর্মক্ষেত্রে প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন । উক্ত ইন-হাউজ প্রশিক্ষনের মাধ্যমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ উপকৃত হবে বলে তিনি মনে করেন ।