Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২২

Mobile Financial Services (MFS) এর বাজার সম্পর্কে খসড়া সমীক্ষা প্রতিবেদন বিষয়ে ভ্যালিডেশন সেমিনার


প্রকাশন তারিখ : 2022-04-24

আজ ২৪ এপ্রিল ২০২২ খ্রিঃ (রবিবার) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক “দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর বাজার সম্পর্কে খসড়া সমীক্ষা প্রতিবেদন বিষয়ে ভ্যালিডেশন সেমিনার” কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কমিশনের বিজ্ঞ সদস্য ড. এ এফ এম মনজুর কাদির । সেমিনারে উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্য জনাব জি.এম. সালেহ উদ্দিন, জনাব নাসরিন বেগম ও কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক লেঃ কর্নেল এস এম রেজাউর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব হাফিয়া তাজরিয়ান, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব জান্নাতুল ফেরদাউস, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র প্রতিনিধি জনাব এস এম রাশিদুল ইসলাম এবং অন্যান্য গণমাধ্যম প্রতিনিধিগণ ।

দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর বাজার সম্পর্কে সার্বিক বিষয়ে সেমিনারে পর্যালোচনা করা হয়।মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর বাজার বিষয়ক খসড়া সমীক্ষা প্রতিবেদনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে কমিশন কতৃর্ক গঠিত দল-০৪ এর সদস্য ও কমিশনের সহকারী পরিচালক জনাব ইশরাক মুহম্মদ অন্তিক। সেমিনারে উপস্থিত অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি সংশোধিত ও যুগোপযোগী সমীক্ষা প্রতিবেদন প্রস্তুতের আহবান করা হয়