০৫-০৪-২০২১ তারিখ রোজ সোমবার “পবিত্র রমজান উপলক্ষে বাজারে সূষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনদের ভূমিকা” শীর্ষক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় সেমিনার (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন জনাব টিপু মুনশি, এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ মফিজুল ইসলাম, চেয়ারপার্সন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ড. মোঃ জাফর উদ্দীন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন। সেমিনারে আরো অংশগ্রহণ করেন জনাব এবিএম আজাদ এনডিসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, জনাব সালেহ মোহাম্মদ তানভীর, বিপিএম, পিপিএম, পুলিশ কমিশনার, চট্টগ্রাম, জনাব এম. এ. সালাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, চট্টগ্রাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জনাব ড. এবিএম আবুনোমান উক্ত সেমিনারে অংশগ্রহণ করে বলেন, বাজারে সূষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা দরকার, যেমন প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমকে ব্যবসায়ীদের কাছে তুলে ধরার জন্য ব্যাপক কর্মসূচী গ্রহন এবং কমিশনের কার্যালয় ঢাকার বাইরে তথা বন্দরনগরী চট্টগ্রামে একটি শাখা খোলা উচিত। উক্ত সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিন বেশ কিছু পরামর্শ প্রদান করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন জনাব জনাব মোঃ জাফর আলম, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জনাব শাহ মোঃ আবু রায়হান আল বিরুনী, সদস্য, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, জনাব মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক, চট্টগ্রাম, জনাব মোহাম্মদ কামরুল হাসান জেলা প্রশাসক, কুমিল্লা, জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান, জনাব জহিরুল ইসলাম খান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, চট্টগ্রাম প্রমুখ। উক্ত সেমিনারে অংশগ্রহণকারীগণ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা প্রদানের অঙ্গিকার ব্যক্ত করেন।