বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ‘প্যানেল ডিসকাশন পদ্ধতিতে ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চলমান মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট অনুসন্ধান ও তদন্ত, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা/উকিল নোটিশ, দফা ওয়ারি জবাব (এস এফ) প্রস্তুত’ বিষয়ের ওপর অর্ধ দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশন তারিখ
: 2023-12-24
২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ রোজ বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে ‘প্যানেলডিসকাশনপদ্ধতিতে ‘বাংলাদেশপ্রতিযোগিতাকমিশনেচলমানমামলারক্ষেত্রেসুনির্দিষ্টঅনুসন্ধানওতদন্ত, উচ্চআদালতেরনিষেধাজ্ঞা/উকিলনোটিশ, দফাওয়ারিজবাব (এসএফ) প্রস্তুত’ বিষয়ের ওপর অর্ধ দিবসব্যাপী এক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষনে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, সদস্য জনাব সালমা আখতার জাহান, জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান এবং সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে জনাব পরিমল কুমার দেব, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ।জনাব জাহাঙ্গীর হোসেন (ব্যারিস্টার এট ‘ল’), সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব শাস্তনো দেব (ব্যারিস্টার এট ‘ল’), এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট । রিসোর্সপার্সন হিসেবে ‘প্যানেলডিসকাশনপদ্ধতিতে ‘বাংলাদেশপ্রতিযোগিতাকমিশনেচলমানমামলারক্ষেত্রেসুনির্দিষ্টঅনুসন্ধানওতদন্ত, উচ্চআদালতেরনিষেধাজ্ঞা/উকিলনোটিশ, দফাওয়ারিজবাব (এসএফ) প্রস্তুত’ বিষয়ের ওপর বিশদ বক্তব্য উপস্থাপন করেন । প্রশিক্ষনে তদন্তের পটভূমি, তদন্তের সংঙ্গা, অনুসন্ধান এর সংঙ্গা, তদন্তের উদ্দেশ্য, তদন্তকারী অফিসারের বৈশিষ্ট্য , তদন্তের বিষয়বস্তু, তদন্তের প্রকারভেদ, তদন্তের অবরোহী পদ্ধতি, তদন্ত প্রক্রিয়া, তদন্তের ফ্লো- চার্ট, তদন্তকালীন কর্তব্য, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা/উকিল নোটিশ, দফা ওয়ারি জবাব (এস এফ) প্রস্তুত প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করা হয় । উক্ত প্রশিক্ষণে আলোচিত বিষয়সমূহ দ্বারা অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে সকলেই উপকৃত হবে বলে বক্তারা মনে করেন ।