আজ ০৬ জুন ২০২২ খ্রিঃ (সোমবার) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক “পোল্ট্রি ফিড, পশুখাদ্য ও মৎস্য খাদ্য বাজার সম্পর্কে খসড়া সমীক্ষা প্রতিবেদন বিষয়ে ভ্যালিডেশন সেমিনার” কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কমিশনের বিজ্ঞ সদস্য জনাব জি.এম. সালেহ উদ্দিন। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্য ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম, কমিশনের সাবেক পরিচালক জনাব খালেদ আবু নাছের এবং কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
দেশের পোল্ট্রি ফিড, পশুখাদ্য ও মৎস্য খাদ্য বাজার সম্পর্কে সার্বিক বিষয়ে সেমিনারে পর্যালোচনা করা হয়। পোল্ট্রি ফিড, পশুখাদ্য ও মৎস্য খাদ্য বাজার সম্পর্কে খসড়া সমীক্ষা প্রতিবেদন সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কমিশন কতৃর্ক পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে গঠিত দল-০১ এর সদস্য ও কমিশনের উপপরিচালক জনাব তায়েব-উর-রহমান আশিক । সেমিনারে উপস্থিতবৃন্দের মতামতের ভিত্তিতে একটি সংশোধিত ও যুগোপযোগী সমীক্ষা প্রতিবেদন প্রস্তুতের আহবান করা হয়।