Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২৩

দেশীয় এয়ারলাইন্সের বিকাশে বাধাজনিত বিষয়ে শুনানী অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-01-08

গত ০৭/১২/২০২২ তারিখে ‘‘দেশীয় এয়ারলাইনসের বিকাশে বাধা সরকারি নীতি, জ্বালানির দাম’’শিরোনামে জাতীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে ১১/১২/২০২২ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভায় আলোচনা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতিতে শুনানী আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সিদ্ধান্তের আলোকে ০৮/০১/২০২৩ তারিখ শুনানীর জন্য তারিখ ধার্য করে ২১/১২/২০২২ তারিখে সংশ্লিষ্ট সকল পক্ষ বরাবর নোটিশ প্রেরণ করা হয়। নির্ধারিত তারিখ ও সময়ে অদ্য ০৮/০১/২০২৩ তারিখে কমিশনের সভাকক্ষে কমিশনের চেয়ারপার্সনের উপস্থিতিতে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে কমিশনের সকল সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা ওয়েল কোম্পানী এবং কমিশনের সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । শুনানীতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং এওএবি’র সেক্রেটারি জেনারেল জনাব মফিজুর রহমান একটি লিখিত বক্তব্য পাঠ করে শুনান । এ বিষযে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি আপত্তি উত্থাপন করে বলেন, বিমান বাংলাদেশ এয়াারলাইন্স ভর্তুকির মাধ্যমে পরিচালিত এ তথ্য সঠিক নয়। উক্ত লিখিত বক্তব্যের দাবী এবং যুক্তি খণ্ডন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বক্তব্য পরবর্তীতে প্রেরণ করা হবে বলে তিনি জানান । এওএবি’র সেক্রেটারি জেনারেল জানান, গ্লোবাল মার্কেটের তুলনায় বিপিসি অনেক চড়া মূল্যে জেট ফুয়েলের দাম নির্ধারণ করে থাকে । এ প্রসঙ্গে বিপিসি’র প্রতিনিধি জানান যে, গ্লোবাল মার্কেটের কাছাকাছি মূল্যেও জেট ফুয়েল সরবরাহ করা হয়ে থাকে । এ বিষয়ের পরিসংখ্যান সরবরাহ করার জন্য কমিশনের পক্ষ হতে বিপিসি’কে অনুরোধ জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি আরো জানান যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটের কানেকটিভিটি রক্ষার্থে অভ্যন্তরীণ কিছু রুটে ফ্লাইট পরিচালনা করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিপিসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যে সকল সুবিধা দিয়ে থাকে সেগুলো বেসরকারি এয়ারলাইন্সগুলোও পেয়ে থাকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ জানান যে, অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে বেসরকারি এয়ারলাইন্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । এ প্রেক্ষাপটে বিভিন্ন ট্যাক্স-ভ্যাট এর বিষয়াবলি আরো সহজিকরণ করার জন্য তারা সুপারিশ করেন ।