কাগজ সংকট এবং কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক পর পর ২ দিন মতবিনিময় সভা আয়োজন করা হয়। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২৬/১২/২০২২ তারিখে । দ্বিতীয় সভা আয়োজন করা হয় ০৯/০১/২০২৩ তারিখে । কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী উভয় সভাতে সভাপতিত্ব করেন । কমিশনের সকল সদস্য এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ সভাতে উপস্থিত ছিলেন । প্রথম সভায় আগামী প্রকাশনী, অনুপম প্রকাশনী, অন্য প্রকাশ, পুঁথি নিলয় নামীয় প্রতিষ্ঠান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন । প্রথম সভার ধারাবাহিকতায় আয়োজিত ০৯/০১/২০২৩ তারিখের দ্বিতীয় মতবিনিময় সভায় কমিশনের সকল সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রতিনিধি, বেইজ পেপার লিমিটেড, পেপারটেক পাল্প এন্ড পেপার, মল্লিক পেপার মিলস, ক্রিয়েটিভ পেপার মিলস লিঃ, বাংলাদেশ পেইন্ট ম্যানু্ফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিএমএ), আম্বার পেপার মিলস লিঃ, বাংলাদেশ মুদ্রণ সমিতি, বাংলাদেশ প্রস্তুত প্রকাশনা ও বিক্রেতা সমিতি, রশিদ পেপার মিলস লিঃ, মেঘনা পাল্প এন্ড পেপার, লিপি গ্রুপ, কর্ণফুলি পেপার মিলস, আগামী প্রকাশনী এবং বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । পেপার মিলসমূহের প্রতিনিধিবৃন্দ পাল্পের অভাব ও মূল্য বৃদ্ধি, জ্বালানি মূল্য বৃদ্ধি, আনুষঙ্গিক রাসায়নিক দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, এলসি খোলার ক্ষেত্রে সমস্যা, ডলারের বিনিময় মূল্যের ফ্ল্যাকচুয়েশন ইত্যাদি বিষয়সমূহ কাগজের দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন । বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দাবী করেন যে, সহায়ক বই বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪২ টাকা প্রতি কেজি দরে । অথচ নিউজপ্রিন্ট বিক্রি হচ্ছে টন প্রতি ৯৫,০০০.০০ টাকা দরে যা অযৌক্তিক । সভায় আলোচনান্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, নিউজপ্রিন্ট মিল মালিকদের সাথে বৈঠক করে কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে তাদের তথ্য/ উপাত্ত সংগ্রহ করে তার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে ।