Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০২০

Virtual sector specific workshop on Health sector


প্রকাশন তারিখ : 2020-07-17

আজ প্যারিস সময় সকাল ০৯:০০ টা থেকে বেলা ১:০০ টা পর্যন্ত জুম মিটিং এর মাধ্যমে অনুষ্ঠিত OECD-KPC web-workshop on health sector:16-21 July এর দ্বিতীয় কর্মদিবসে irtual sector specific workshop on Health sector শীর্ষক ওয়েবিনার এ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম “Enforcement experience sharing of helath sector” বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। উক্ত ওয়েবিনারে সভাপতিত্ব করেন Mr. HO tae kim, মহাপরিচালক, ওইসিডি-কেপিসি কম্পিটিশন প্রোগ্রাম। ওয়েবিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন Mr. Ruben maximiano, সিনিয়র কম্পিটিশন এক্সপার্ট, ওইসিডি । ওয়েবিনারে Ms. Ana Sofia Rodrigues, চীফ ইকোনমিস্ট, পর্তুগীজ কম্পিটিশন অথরিটি, Mr. Stuart Flynn, পরিচালক, অস্ট্রেলিয়ান কম্পিটিশন এন্ড কনজ্যুমার কমিশন, Stephen Ryan প্রধান আইন উপদেষ্টা, হংকং কম্পিটিশন কমিশন এবং Mr. Paulo Burnier সিনিয়র কম্পিটিশন এক্সপার্ট, ওইসিডি প্রমুখ ব্যক্তিগণ তাদের উপস্থাপনা পেশ করেন। উক্ত ওয়েবিনারে অন্যান্য কম্পিটিশন কমিশনের পাশাপাশি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।