Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২২

Exchange of views on UNCTAD’s Assistance for Competition Issues in SME’s in Bangladesh’’ বিষয়ক মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2022-01-30

৩০ জানুয়ারি ২০২২ খ্রিঃ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত ‘‘Exchange of views on UNCTAD’s Assistance for Competition Issues in SME’s in Bangladesh’’ বিষয়ক মতবিনিময় সভা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম । উক্ত সভায় উপস্থিত ছিলেন কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম, কমিশনের সাবেক পরিচালক জনাব খালেদ আবু নাছের এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ । এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এসএমই ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান, মহাব্যবস্থাপক জনাব নাজিম হাসান সাত্তার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোঃ আব্দুস সামাদ আল আজাদ (জুম প্ল্যাটফর্ম),  উপসচিব জনাব মোঃ সেলিম হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোঃ নূরুজ্জামান, এবং উপসচিব জনাব মোঃ মোখলেছুর রহমান আকন্দ ।

মতবিনিময় সভায় আঙ্কটাডের (UNCTAD) পিয়ার রিভিউয়ের প্রস্তুতি বিষয়ে অংশীজনদের (স্টেক হোল্ডারদের) মতামত গ্রহণ করা হয় ।