নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে গত ২৬/০২/২০২৩ তারিখ সকাল ১১.০০ মিনিটে টিসিবি অডিটরিয়ামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয় । উক্ত সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আসন্ন রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে আলোচনা করা হয়।