আলু উৎপাদনে দেশের উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে বগুড়া, রংপুর ও নীলফামারী জেলা প্রসৃদ্ধ । সাম্প্রতিক সময়ে আলুর বাজারে দাম নিয়ে অস্থিরতা দেখা দেওয়ায় বগুড়া, রংপুর ও নীলফামারী জেলায় এ সংক্রান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ০১ জন কর্মকর্তাকে (জনাব নূর উদ্দিন যোবায়ের, সহকারী পরিচালক) দায়িত্ব প্রদান করা হয়। উক্ত কর্মকর্তা গত ১৯/০৯/২০২৩ হতে ২১/০৯/২০২৩ তারিখ পর্যন্ত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন কাশিপুর এলাকার আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজ (প্রাঃ) লিমিটেড, রংপুর জেলার সদর উপজেলাধীন উত্তম হাজীরহাট এলাকার আরমান কোল্ড স্টোরেজ এবং নীলফামারী জেলার সদর উপজেলাধীন চাঁদেরহাট থানাধীন বিশমুড়িস্থ অঙ্কুর সিড এন্ড হিমাগার লিঃ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আলুর মজুদ, সরবরাহ ও বাজার পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।