Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৩

কাগজের মূল্য বৃদ্ধি বিষয়ে প্রকাশিত খবরের ওপর শুনানী গ্রহণ


প্রকাশন তারিখ : 2022-12-26

কাগজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়ে গত ১৬.১১.২০২২ তারিখে দৈনিক জনকণ্ঠ, ২৭.১১.২০২২ তারিখে দৈনিক যুগান্তর এবং ১৩.১২.২০২২ দৈনিক সমকাল পত্রিকায় খরব প্রকাশিত হয়। প্রকাশিত খবরগুলোর ওপর ভিত্তি করে অত্র কমিশন কর্তৃক সংশ্লিষ্ট পক্ষগণের শুনানী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৬.১২.২০২২ তারিখ শুনানীর জন্য তারিখ নির্ধারণ করে গত ১৫.১২.২০২২ তারিখে সংশ্লিষ্ট সকল বরাবর নোটিশ প্রেরণ করা হয় । শুনানীর জন্য নির্ধারিত তারিখ ও সময়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, অন্য প্রকাশ, আগামী প্রকাশনী, অনুপম প্রকাশনী এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া শুনানীতে কমিশনের সদস্যবৃন্দ এবং কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । শুনানীতে জানা যায় যে, কয়েকজন কাগজ মিল মালিক যোগসাজশের মাধ্যমে কাগজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন । শিক্ষা  মন্ত্রণালয় এ  বিষয়ে মিল মালিকদের সাথে বৈঠক করেছেন । কিন্তু মিল মালিকগণ মিটিংয়ের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেননি । আন্তর্জাতিক বাজারে যে হারে পাল্পের দাম বেড়েছে তার থেকে দুই-তিন গুণ বেশি হারে কাগজের দাম বাড়ানো হয়েছে । পার্শ্ববর্তী দেশেও কাগজের দাম বেড়েছে কিন্তু সেই বৃদ্ধির হার আমাদের দেশের তুলনায় অনেক কম । কাগজের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি করার বিষয়টি আরো অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য শুনানীতে অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ কমিশনের প্রতি অনুরোধ জানান ।  এ বিষয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দের নিকট হতে কাগজের মূল্য বৃদ্ধি সংক্রান্ত কিছু তথ্য/ উপাত্ত দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।