দেশে জ্বালানির উৎস হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদার শীর্ষ সারিতে অবস্থান করে। গুরুত্বপূর্ণ এই পণ্য এলপিজি ইস্যুতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক চলতি অর্থবছরে সমীক্ষা কাজ পরিচালনার উদ্যেগ গ্রহণ করে এবং ৩ সদস্য বিশিষ্ট সমীক্ষা দল গঠন করে। উক্ত সমীক্ষা দল সংশ্লিষ্ট ট্রেডের প্রাইমারি ও সেকেন্ডারি ডাটা সংগ্রহের মাধ্যমে কমিশনে খসড়া প্রতিবেদন দাখিল করে । উক্ত খসড়া প্রতিবেদন যাচাই-বাছাই ও বিশ্লেষণের লক্ষ্যে ০৮. ০৬.২০২৩ তারিখে কমিশনের সভা কক্ষে এক ভ্যালিডেশন সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রতিবেদন উপস্থাপন করেন জনাব নূর উদ্দিন যোবায়ের, সহকারী পরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ।
কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত থেকে খসড়া প্রতিবেদনের ওপর তাঁদের মূল্যবান মতামত ও দিক নির্দেশনা প্রদান করেন ।