বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বিষয়ক ঢাকা বিভাগীয় সেমিনার সভা ।
প্রকাশন তারিখ
: 2021-12-20
২০ ডিসেম্বর ২০২১ খ্রি: রোজ - সোমবার “বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম বিষয়ক ঢাকা বিভাগীয় সেমিনার” ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মো: মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জনাব হাবিবুর রহমান, বি পিএম (বার) পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোঃ খলিলুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা ।
এছাড়াও কমিশনের বিজ্ঞ সদস্যমণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, জনাব নাসরিন বেগম সহ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও ঢাকা বিভাগীয় কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
উক্ত সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বাংলাদেশ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিজ্ঞ সদস্য জনাব জি. এম. সালেহ উদ্দিন । সেমিনারে বক্তারা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উদ্দেশ্য, প্রতিযোগিতা আইনের প্রেক্ষাপট, প্রতিযোগিতা আইনের উল্লেখযোগ্য বিধানসমূহ, চ্যালেঞ্জ, করনীয় সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ।