Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জানুয়ারি ২০২৩

এসডিজি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2023-01-03

আজ ০৩/০১/২০২৩ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভা কক্ষে কর্মকর্তা/ কর্মচারীগণের সমন্বয়ে এক ইন-হাউজ প্রশিক্ষণ ক্লাসের আয়োজন করা হয়। প্রশিক্ষণে কমিশনের চেয়ারপার্সন রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য উপস্থাপণ করেন । এসডিজির পূর্ণ মিনিং, এসডিজির ফাইভ পি, এসডিজি’র ম্যাপিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীবৃন্দকে হাতে কলমে শিখিয়ে দেয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় এসডিজি’র 2.c,8.2,8.a,10.a,10.10,17.11 ও 17.12 নং এছাড়া 8.1.1 ও 8.8.2 নং টার্গেট বাণিজ্য মন্ত্রণালয়ের এসোসিয়েট মিনিস্ট্রি হিসেবে রয়েছে । প্রশিক্ষণ ক্লাসে প্রসঙ্গক্রমে অষ্টম- পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সকল অংশে বাণিজ্য মন্ত্রণালয়ের ফোকাস রয়েছে সেগুলো পাঠ করে জানানো হয় এবং উক্ত পরিকল্পনার পৃষ্ঠা নং ১৫৪,১৯৫,২০০ ভালভাবে পাঠ করার জন্য প্রশিক্ষণার্থীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইন-হাউজ প্রশিক্ষণটিতে মোট ৩১ জন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন ।