Wellcome to National Portal
  • 2025-02-03-05-15-b5f908803a00acff09c24a6344f01554
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৪

প্রতিযোগিতা আইন, ২০১২ এর ২১ নং ধারা মোতাবেক জোটবদ্ধতা বিষয়ক প্রবিধানমালার খসড়া প্রণয়ন শীর্ষক কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-07-01

প্রতিযোগিতা আইন, ২০১২ এর ২১ নং ধারা মোতাবেক জোটবদ্ধতা বিষয়ক প্রবিধানমালার খসড়া প্রণয়ন বিষয়ে গত ৩০/০৬/২০২৪ তারিখে ঢাকার সিরডাপ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কমিশনের প্রাক্তন সদস্য (আইন) জনাব নাসরিন বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিশনের বিজ্ঞ সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।

কর্মশালায় উল্লিখিত প্রবিধানমালার খসড়া রূপরেখা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন কমিশনের বিজ্ঞ সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান। উক্ত উপস্থাপনার পর প্যানেল ডিসকাসন পর্ব পরিচালনা করেন চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। পাঁচটি গ্রুপে প্যানেল ডিসকাসন উপস্থাপন করা হয়, এগুলো হচ্ছে (১) জোটবদ্ধতা নিয়ন্ত্রণের প্রশাসনিক দিক, বক্তা: জনাব মোঃ খালেদ আবু নাছের, সাবেক পরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, (২) জোটবদ্ধতা নিয়ন্ত্রণে আইনের ভিত্তি, বক্তা: জনাব মোঃ আজহার উদ্দিন ভূইয়া, প্রভাষক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, (৩) নোটিফিকেশন থ্রেসহোল্ড, জোটবদ্ধতা নিয়ন্ত্রণে আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ, বক্তা: জনাব মুহাম্মদ আনিসুল ইসলাম, সহকারী অধ্যাপক, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (৪) বেসরকারি ব্যবসার স্বার্থ, বক্তা: ফেরদৌস আরা বেগম, সিইও, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট এবং (৫) তদন্ত কার্যক্রম এবং জোটবদ্ধতা নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন, বক্তা: জনাব নাসরিন বেগম, প্রাক্তন সদস্য (আইন), বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

কর্মশালায় অংশীজন হিসেবে উপস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও ইআরএফ’র ভাইস প্রেসিডেন্ট জনাব সালাউদ্দিন বাবলু, দৈনিক অবজারভার পত্রিকার রিপোর্টার জনাব কাজী আব্দুল হান্নান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মোঃ মুস্তাফিজুর রহমান খান প্রমূখ বক্তব্য উপস্থাপন করেন।

2024-07-01-11-11-2455417f38c28f1da079911a241f557a2024-07-01-11-11-0f6d1143176537836c953767d0c107de