আজ ২৪-১১-২০২১ খ্রিঃ রোজ বুধবার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম এর নির্দেশে কমিশনের সভাকক্ষে জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম। এ সময় কমিশনের বিজ্ঞ সদস্য মণ্ডলী জনাব জি. এম. সালেহ উদ্দিন, জনাব ড. এ এফ এম মনজুর কাদির, ও কমিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সভাপতির বক্তব্যে প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব মোঃ মফিজুল ইসলাম বিভিন্ন পণ্য এবং সেবার বাজার বোঝার জন্য করণীয় বিষয় ও পদক্ষেপ, তথ্যের উৎস নির্ধারণ, তথ্য বিশ্লেষণ, প্রাসঙ্গিক তথ্য নির্ধারণ, মার্কেট প্লেয়ার চিহ্নিতকরণ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতিযোগিতা কমিশনের ভূমিকাসহ নানাবিধ বিষয় সম্পর্কে দিক নিদের্শনা প্রদান করেন । প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন উইং এর তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সকল কর্মকর্তা- কর্মচারীদের দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য নির্দেশনা দেন ।