ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে ২৩-২৪ মার্চ ২০২৩ তারিখে দুই দিন ব্যাপী Designing Competition Policy for Economic Development in Asia শীর্ষক ওয়ার্কশপ আয়োজন করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর আমন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন । প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী । প্রতিনিধি দলের অপর সদস্য হলেন জনাব র.হ.ম. আলাওল কবির, উপপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন । উক্ত ওয়ার্কশপের ১ম দিনের ২য় সেশনে ‘The Impact of Competition on Poverty and Inequality: The Philippine Case using a Microsimulation Method’ শীর্ষক পেপার উপস্থাপন করা হয় । উক্ত সেশনের আলোচক হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মহোদয় বক্তব্য উপস্থাপন করেন ।