Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৩

বাজার সমীক্ষা (বিষয়: ক্লোপিডোগ্রেল, রসুভাস্টাটিন ও বিসোপ্রোলল বিষয়ে চুড়ান্ত ভ্যালিডেশন সেমিনার আয়োজন) ।


প্রকাশন তারিখ : 2023-06-11

বিশ্বব্যাপী অসংক্রামক রোগসমূহের মধ্যে হৃদরোগ অন্যতম । বাংলাদেশও দিন দিন হৃদরোগে আক্রান্তের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । ফলে এর প্রতিকার বিষয়ে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে । হৃদরোগের প্রতিষেধক ক্লোপিডোগ্রেল, রসুভাস্ট্যাটিন ও বিসোপ্রোলল ঔষধ বিশ্বব্যাপী সমাদৃত ও অধিক ব্যবহৃত ।  উল্লিখিত এই ০৩ টি ঔষধের বাজার নিয়ে সমীক্ষা কাজ সম্পাদন করার জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন উদ্যোগ গ্রহণ করে  এবং এ কাজের জন্য ০৩ সদস্য বিশিষ্ট সমীক্ষা দল গঠন করে । উক্ত সমীক্ষা দল সংশ্লিষ্ট পণ্যের প্রাইমারী ও সেকেন্ডারী ডাটা সংগ্রহের মাধ্যমে কমিশনে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং ভ্যালিডেশন সেমিনারে উপস্থাপন করে । উক্ত সেমিনারে জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চেয়ারপার্সন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা । এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য জনাব সালমা আখতার জাহান, জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান, জনাব মোঃ হাফিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ । সেমিনারে পাওয়ার পয়েন্টে প্রতিবেদন উপস্থাপন করেন জনাব তায়েব-উর-রহমান আশিক, উপপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ।

  

প্রধান অতিথি, কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিবেদনের ওপর তাঁদের মূল্যবান মতামত ও দিক নির্দেশনা প্রদান করেন ।