Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০২৩

৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে প্রতিযোগিতা কমিশনে প্রশিক্ষণ সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2023-01-10

৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে ১০/০১/২০২৩ তারিখে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে অর্ধ দিবস ব্যাপী এক প্রশিক্ষণ সেমিনার আয়োজন করা হয় । কমিশনের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে কমিশনের চেয়ারপার্সন জনাব  প্রদীপ রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন । এছাড়া প্রতিযোগিতা কমিশনের সদস্যবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । প্রশিক্ষণ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ, টিম লিডার, গভর্নমেন্ট এমপ্লোয়িস ম্যানেজমেন্ট সিস্টেম (জিইএমএস), জনপ্রশাসন মন্ত্রণালয় । প্রশিক্ষণের শুরুতে চেয়ারপার্সন মহোদয় সংশ্লিষ্ট সকলকে স্বাগত বক্তব্য জানিয়ে বলেন, ৪র্থ শির্প বিপ্লব হচ্ছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা এবং শিল্প ব্যবস্থাকে স্বয়ংক্রিয়করণ যা একটি চলমান প্রক্রিয়া । মূলতঃ ডিজিটাল বিপ্লবকে ৪র্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে । মূল প্রবন্ধে উল্লেখ করা হয় যে, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্প বিপ্লবের ফলে । বর্তমান গ্লোবাল ইকনমিও কার্যত শিল্প ভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল । ইন্টারনেটের আবির্ভাবে ৩য় শিল্প বিপ্লবের সময় তথ্য প্রযুক্তি সহজ হয়ে ওঠলে বিশ্বের গতি কয়েক গুন বেড়ে যায় । যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের । ৪র্থ শিল্প বিপ্লবের কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট ইত্যাদি বিষয়ে প্রবন্ধকার বিস্তারিত তথ্য / উপাত্ত সেমিনারে তুলে ধরেন ।