Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস - ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-03-31

গত ২৭ মার্চ ২০২৪ তারিখ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস - ২০২৪ উপলক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক কমিশনে স্থাপিত মুজিব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে দোয়া করা হয় ।  এ সময় কমিশনের চেয়ারপার্সন (রুটিন দায়িত্ব) জনাব সালমা আখতার জাহান, বিজ্ঞ সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান এবং বিজ্ঞ সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান ও কমিশনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন । অতঃপর কমিশনের সভাকক্ষে দিবসটির তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২ লক্ষ মা-বোনদের  সম্ভ্রমহানি ও আত্মত্যাগের কথা স্মরণ করে আলোচকবৃন্দ  স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালি জাতির স্থপতি ও কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এঁর অবদানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন । আলোচকবৃন্দ স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য রক্ষার জন্য দেশপ্রেমকে ধারণ করে কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।