Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৩

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উত্তম চর্চা


প্রকাশন তারিখ : 2023-01-23

উত্তম চর্চা অনুশীলনের অংশ হিসেবে প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তা/কর্মচারীগণকে সরকারি ব্যয় হ্রাস করার বিষয়ে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করা হচ্ছে। এর আওতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে। সেপ্টেম্বর ২০২২ (বিলের পরিমাণ ২৯,৩২৬ টাকা ), অক্টোবর ২০২২ (বিলের পরিমাণ ২১,৩৪৯ টাকা), নভেম্বর ২০২২ (বিলের পরিমাণ ১৬,৫৪৫ টাকা) এবং ডিসেম্বর ২০২২ (বিলের পরিমাণ ১১,১১০ টাকা) মাসের বিদ্যুৎ বিল থেকে এ বিষয়ে ধারণা পাওয়া যায়। কর্মকর্তা/কর্মচারীগণ দিনের বেলায় দিনের প্রাকৃতিক আলো ব্যবহার করার ক্ষেত্রে মনোযোগী হয়েছেন, দিনের বেলায় যতদূর সম্ভব লাইট অফ করে রাখেন এবং অফিস কক্ষে না থাকলে সেই কক্ষের লাইট/ফ্যান ইত্যাদি অফ করে রাখা হয়। প্রতিদিন অফিস ত্যাগের প্রাক্কালে প্রতিটি কক্ষের বিদ্যুৎ ও পানির লাইন চেক করা হয়। সপ্তাহের শেষ কর্মদিবসে এ বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়। সরকারি নির্দেশনার আলোকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের তালিকাভুক্ত করা হয়েছে এবং ইজিপির আওতায় নিবন্ধন করা হয়েছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির জন্য কমিশনের কর্মকর্তা/কর্মচারীগণকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় ২০১২ সালে প্রণীত প্রতিযোগিতা আইন,২০১২ এবং এর আওতায় গঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলির বিষয়ে জনসচেতনা তৈরির লক্ষ্যে দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান এবং সচিব/সিনিয়র সচিব বরাবর আধাসরকারী পত্র প্রেরণ করা হয়েছে । কমিশনকে বাংলাদেশ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের তালিকাভুক্ত করা হয়েছে । এছাড়া, সরকারি নির্দেশনার আলোকে ই-জিপি সিস্টেমে কমিশনকে নিবন্ধন করা হয়েছে এবং বার্ষিক কর্মসম্পাদন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে ।