গত ২৯/০৫/২০২৪ তারিখ বেলা ২.৩০ মিনিট বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে ‘স্মার্ট অর্থনীতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বিনায়ক সেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. মনজুর হোসেন । এ সময় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিজ্ঞ সদস্য জনাব সালমা আখতার জাহান, বিজ্ঞ সদস্য জনাব সওদাগর মুস্তাফিজুর রহমান ও বিজ্ঞ সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান সহ কমিশনের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনীতির ক্ষেত্রে সনাতনী ব্যবস্থার আধুনিকায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনের পর সেমিনারের প্রধান অতিথি ড. বিনায়ক স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ইকোনমি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও প্রতিযোগিতা আইন ২০১২ এর প্রাসঙ্গিক বিষয়াদির ওপর বক্তব্য উপস্থাপন করেন ।