Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২৩

প্রতিযোগিতা কমিশনের ০৩ জন কর্মকর্তার ০৫ (পাঁচ) দিনব্যাপী e-GP System Training for Procuring Entity (PE) Users প্রশিক্ষণে অংশগহণ ।


প্রকাশন তারিখ : 2023-03-02

বাস্তবায়ন মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগ (আইএমইডি) এর আওতাধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিগত ২৬-০২-২০২৩ তারিখ হতে ০২/০৩/২০২৩ তারিখ পর্যন্ত  e-GP ‍System Training for Procuring Entity (PE) Users  বিষয়ে ০৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করে । উক্ত প্রশিক্ষণে প্রতিযোগিতা কমিশনের সহকারী পরিচালক জনাব নাঈমুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং সহকারী প্রোগ্রামার মোঃ আরিফুর রহমান অংশগ্রহণ করেন । প্রশিক্ষণের রিসোর্স পার্সনগণ  e-GP system  ব্যবহার করে Procuring Entity (PE) কিভাবে প্রকিউরমেন্ট করে সে সম্পর্কে আলোচনা করেন । প্রশিক্ষণ সেশনগুলিতে টেন্ডার নোটিশ প্রণয়ন পদ্ধতি, স্ট্যান্ডার্ড ডকুমেন্ট প্রণয়ন পদ্ধতি, টেন্ডার ওপেনিং ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রতিযোগিতা কমিশনের ০৩ জন কর্মকর্তা সফলভাবে উক্ত প্রশিক্ষণ সম্পন্ন করে  সনদপত্র গ্রহণ করেন ।