বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ কম্পিটিশন কমিশনের মধ্যে ভার্চুয়াল মিটিং
প্রকাশন তারিখ
: 2024-05-30
উল্লিখিত বিষয়ে বাংলাদেশ কম্পিটিশন কমিশন এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে বিগত ২৭/০৫/২০২৪ তারিখ বিকাল ৩ টায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় বাংলাদেশ কম্পিটিশন কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জনাব মোঃ হাফিজুর রহমান, সদস্য (এডভোকেসি, পলিসি ও আন্তজার্তিক সম্পর্ক), সহকারী পরিচালক নূর উদ্দিন যোবায়ের, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র পাবলিক প্রকিউরমেন্ট স্পেশালিস্ট এবং এডিবির অন্যান্য রিলেটেড কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উক্ত ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কর্মকান্ডের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কমিশনের সদস্য জনাব মোঃ হাফিজুর রহমান। প্রেজেন্টেশনের ভিত্তিতে প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিভিন্ন ধারা/উপধারা/দফা সম্পর্কে আলোচনা করা হয় । কমিশনের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলার ক্ষেত্রে এডিবি প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে মর্মেও সভায় আলোচনা করা হয় ।