Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৩

BFTI কর্তৃক আয়োজিত WTO Dispute Settlement Understanding শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এর অংশগ্রহণ


প্রকাশন তারিখ : 2023-05-29

Bangladesh Foreign Trade Institute (BFTI) কর্তৃক আয়োজিত WTO Dispute Settlement Understanding শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব নুসরাত জেবিন বানু এনডিসি, অতিরিক্ত সচিব, ডব্লিউটিও উইং, বাণিজ্য মন্ত্রণালয় । উক্ত প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফটিআই এর সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোঃ জাফর উদ্দিন । এছাড়া সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ এর বিষয় আলোচনা করে তিনি প্রশিক্ষণার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদেরকে  ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশের তালিকায় নিয়ে যেতে নিজ কর্মক্ষেত্রের উপর তাত্ত্বিক জ্ঞান আহরণ এবং কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণের উপর গুরুত্বারোপ করেন । এ সময় তিনি প্রতিযোগিতা কমিশন ও  প্রতিযোগিতা আইন,২০১২ বিষয়ে জানার জন্য প্রশিক্ষণার্থীদেরকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ প্রদান করেন ।