বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে ১০টি পণ্য ও সেবা সম্পর্কে সমীক্ষা কার্য সম্পন্ন করা হয়। সমীক্ষার ক্ষেত্রগুলো হচ্ছে (১) দেশের পোল্ট্রি ফিড, পশু খাদ্য ও মৎস খাদ্য বাজার সমীক্ষা (২) বাংলাদেশের বেসরকারী শিক্ষা খাতে টিউশন ফি, সেশন ফি, উন্নয়ন ফি বিষয়ক সমীক্ষা (৩) বাংলাদেশের চামড়ার বাজার সমীক্ষা (৪) বাংলাদেশের চিনির বাজার সমীক্ষা (৫) বাংলাদেশে এম এস রডের বাজার সমীক্ষা (৬) বাংলাদেশের পেঁয়াজের বাজার সমীক্ষা (৭) দেশের ওষুধের বাজার সমীক্ষা (৮) বাংলাদেশের চালের বাজার সমীক্ষা (৯) বাংলাদেশের ওষুধের বাজার সমীক্ষা (১০) বাংলাদেশের বেসরকারি হাসপাতালে খাদ্য সেবা বিষয়ক সমীক্ষা (১১) দেশের আলুর বাজার সমীক্ষা ।