Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০২৩

প্রতিযোগিতা আইন, ২০১২ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা আয়োজন ।


প্রকাশন তারিখ : 2023-02-09

প্রতিযোগিতা আইন, ২০১২ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ০৯/০২/২০২৩ তারিখ বেলা ৩.০০ মিনিটে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । নেত্রকোণা জেলার জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন । উক্ত সভায় নেত্রকোণা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেরা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপপরিচালক স্থানীয় সরকার এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর বিভিন্ন ধারা এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয় ।